বৃষ্টির কারণে এসময় রাস্তায় যানবাহন কিংবা রিকশা না থাকায় অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশের ভবনের নিচে, কেউ আবার আশপাশের দোকানে আশ্রয় নিয়েছেন। রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয় ভোগান্তির শিকার হয় অফিসগামী লোকজন থেকে শুরু করে বাইরে বের হওয়া সব ধরণের মানুষ।
গতকাল শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ সারাদেশ বৃষ্টি হতে পারে। সেই সাথে আজও দুপুর পর্যন্ত থেমে থেমে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, শনিবার (২৯ শে জুন) রাতে দেওয়া এক আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অ¯’ায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সে. হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এছাড়াও আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।