শুরু হয়েছে ৩৬তম জাতীয় কবিতা উৎসব। পহেলা ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এই আয়োজনের উদ্বোধন করা হয়। ভিডিওবার্তায় উৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। এবারের আয়োজনের মূল ভাবনা, যুদ্ধের বিরোধীতা ও মানুষ হত্যার প্রতিবাদ। দু’দিনের এই কবিতা উৎসবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কবিরা আংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়।

কবি নির্মলেন্দু গুণ এক ভিডিও বার্তায় উৎসবের উদ্বোধন করেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে উৎসবস্থলে উপস্থিত হতে পারেননি।

উৎসবে সভাপতিত্ব করেন—জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত ও জাতীয় কবিতা উৎসব-২০২৪ এর আহ্বায়ক শিহাব সরকার বক্তব্য রাখেন। এর আগে শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান সুলতান। তাছাড়া ঘোষণাপত্র পাঠ করেন সভাপতিমণ্ডলীর সদস্য আসলাম সানী।

উদ্বোধকের বক্তব্যে নির্মলেন্দু গুণ বলেন, ‘আমাদের অগ্রজ কবিরা, যারা এতদিন আমাদের মাথার উপরে ছিলেন, তারা ক্রমে ক্রমে হারিয়ে গেছেন। বয়সের হিসাবে বাংলাদেশের জীবিত কবিদের মধ্যে আমার স্থান হলো দ্বিতীয়। আর আমার কবিবন্ধু মহাদেব সাহা, তিনি আমার চেয়ে এক বছরের বড়। আমার মাথার ওপরে তিনি আছেন। সুস্থ থাকলে হয়তো উদ্বোধন তিনি করতেন।’