বিশ্বজুড়ে খ্যাত রোমানিয়ান গায়িকা ওটিলিয়া ব্রুমা এবার আসতে চলেছেন ঢাকায়। আগামী ২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এক উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে তাকে। এতে লাইভ পারফর্ম করবেন ওটিলিয়া। এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর।
জানা গেছে, ‘নোকিয়া জি২১’ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতেই তার আগমন। ঢাকায় আসার খবর একটি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।
তিনি বলেছেন, ‘আসসালামুয়ালাইকুম বাংলাদেশ, আপনাদেরকে বলতে চাই, আগামী ২৩ জুলাই আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।’
৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। তার এই গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। ইউটিউবে গানটির ভিউ ৫৫ কোটির বেশি। এরপর তার কণ্ঠে আরও কিছু গান জনপ্রিয় হয়েছে।