বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম ঢাকায় পৌঁছেছেন। আজ রোববার দুপুরে শাহজালাল বিমানবন্দরে নেমে সরাসরি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যান এই ভারতীয় কোচ।

মিরপুরে চলছে সবুজ ও লাল দলের অনুশীলন। এই ম্যাচ দেখতে আসছেন শ্রীরাম। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা মাথায় রেখে তিন মাসের চুক্তিতে শ্রীরামকে আনছে বিসিবি।

ক্রিকেটার হিসেবে শ্রীরামের ক্যারিয়ার অবশ্য ততটা সমৃদ্ধ নয়। খেলেছেন মাত্র আট ওয়ানডে। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য এক মৌসুমে হাজার রানের বেশি করার রেকর্ড আছে তার।

ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও কোচ হিসেবে শ্রীরামের অভিজ্ঞতা বেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাজ করেছেন কয়েকটি দলের হয়ে। অস্ট্রেলিয়ার ২০২১ বিশ্বকাপজয়ী দলের সঙ্গীও ছিলেন তিনি। ছিলেন অজিদের ‘এ’ দলের দায়িত্বেও।