ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও অধীনস্ত আদালতসমূহ, বিভাগীয় বিশেষ জজ আদালত ও বিশেষ জজ আদালত, পরিবেশ আপীল আদালত ও পরিবেশ আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও আদালত, ও বিশেষায়িত ম্যাজিস্ট্রেট আদালতে ৬৭১ জন আইন কর্মকর্তা নিয়োগ করেছে সরকার। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়।

প্রজ্ঞাপনে জানা যায়, দেশের বিভিন্ন পর্যায়ের আদালতে নতুন ৩২ জন সরকারি কৌশলী, ১৭৬ জন অতিরিক্ত সরকারি কৌশলী, ৪৫৫ জন সহকারি কৌশলী এবং ৮ জন বিশেষ কৌশলী নিয়োগ দেয়া হয়েছে। আদালত ভেদে নতুন আইন কর্মকর্তা নিয়োগের চিত্র নিুরূপ:

জেলা ও দায়রা জজ আদালত (দেওয়ানি)
সরকারি কৌশলী: ১
অতিরিক্ত কৌশলী: ২৮
সহকারি কৌশলী: ৮৭

জেলা ও দায়রা জজ আদালত (ফৌজদারি)
সরকারি কৌশলী: ১
অতিরিক্ত কৌশলী: ৪৮
সহকারি কৌশলী: ৭৯

মহানগর দায়রা জজ আদালত
সরকারি কৌশলী: ১
অতিরিক্ত কৌশলী: ৭৩
সহকারি কৌশলী:  ১৩১
বিশেষ কৌশলী: ১

বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও আদালত
সরকারি কৌশলী: ২৯
অতিরিক্ত কৌশলী: ২
সহকারি কৌশলী:  ৭১
বিশেষ কৌশলী: ১

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
অতিরিক্ত কৌশলী: ২০
সহকারি কৌশলী:  ৭০
বিশেষ কৌশলী: ৬

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
অতিরিক্ত কৌশলী: ৫
সহকারি কৌশলী:  ১৭