ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হলের একটি কক্ষে আগুন লাগার খবর পাওয়া গেছে। বিষয়টি ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
মঙ্গলবার সুফিয়া কামাল হলের ১০ তলা ভবনের ১০ম তলায় আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। রাত ৯টা ১৪ মিনিটে আগুনের সংবাদ ফায়ার সার্ভিসে আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ১৮ মিনিটে এবং আগুন নিয়ন্ত্রণে আসে ৯টা ২৩ মিনিটে।
কোনো হতাহতের খবর জানা যায়নি।