শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রাথমিক তথ্য অনুসন্ধানে বিষয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছে জাতিসংঘের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল।
এই প্রতিনিধি দলটি এক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন জাতিসংঘের প্রতিনিধি দল। এসময় তারা জানান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায়অন্তর্বতীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় জাতিসংঘ।
গেলো জুলাই থেকে আগস্টে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের জন্য জাতিসংঘের তথ্য অনুসন্ধানের প্রাথমিক একটিদল বৃহস্পতিবার সকালে ঢাকায় আসে। তিন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন।
প্রতিনিধি দলটি সকালেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। সেখানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেন তারা। বৈঠকের পর প্রতিনিধি দলের প্রধান জানান, পরবর্তীতে যে তদন্ত দলটি আসবে তাদের কাজের প্রক্রিয়াসহ নানা বিষয় চূড়ান্ত করবেন তারা।
জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান
সপ্তাহব্যাপী ঢাকায় অবস্থানকালে এই প্রতিনিধি দলটি অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করবেন।জানবেন এদেশের মানুষের প্রত্যাশার কথাও।
এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এসময় তিনি অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবার বিষয়ে আলোচনার কথা জানান লুইস।