জাপানে তহবিল কেলেঙ্কারির অভিযোগের মুখে ফুমিও কিশিদার নেতৃত্বাধীন সরকারের চার মন্ত্রী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা পদত্যাগপত্র জমা দেন।

দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এই চার এমপি প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন একটি উপদলের সদস্য, যেটা এখনও ‘আবে উপদল’ হিসেবে পরিচিত।

পদত্যাগ করা মন্ত্রীরা হলেন- চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাৎসুনো হিরোকাযু, অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী সুযুকি জুনজি এবং কৃষি, বন ও মৎস্যমন্ত্রী মিইয়াশিতা ইচিরো৷

ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ দুর্নীতিকে কেন্দ্র করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যখন আস্থার সংকটে ভুগছেন, তখনই এমন পদত্যাগের ঘটনা ঘটল। ২০২১ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করা জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সরকারের জন্য এটি জনমত কমে যাওয়ার সর্বশেষ ধাক্কা।

এনএইচকে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ১৯৫৫ সাল থেকে প্রায় নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতি জনসমর্থন ২০১২ সালের পর প্রথমবারের মতো ৩০ শতাংশের নিচে নেমে গেছে। দেশটির জনগণ মূল্যস্ফীতি, সেই সঙ্গে কিশিদার আগের কেলেঙ্কারির কারণে অনেকটাই ক্ষুব্ধ।

জাপানে আগামী সেপ্টেম্বরে এলডিপির নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা সাধারণ নির্বাচন। তবে পর্যবেক্ষকরা বলেছেন, কিশিদা তার পদ ধরে রাখতে পারলেও চলমান কেলেঙ্কারির কারণে তার বিশ্বাসযোগ্যতা ব্যাপক হ্রাস পাবে।