তাইওয়ানকে সার্বভৌম দেশ হিসেবে সামরিক সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ একটি প্যাকেজে কোনও বিদেশী দেশ হিসাবে তাইওয়ানের জন্য এই প্রথম সরাসরি মার্কিন সামরিক সহায়তা অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
এনডিটিভি জানিয়েছে, সামরিক সহায়তার খবরটি নিশ্চিত করেছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। তারা বুধবার (৩০ আগস্ট) বলেছেন, চীন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার (২৯ আগস্ট) কংগ্রেসকে তাইওয়ানের জন্য ৮০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের কথা জানিয়েছে।
মঙ্গলবার কংগ্রেসের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাইওয়ানের সাথে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে এ সামরিক সহায়তা দেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। ‘সার্বভৌম দেশগুলোর’ জন্য সংরক্ষিত একটি কর্মসূচির অধীনে এ সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। এটি মার্কিন ফরেন মিলিটারি ফাইন্যান্স এফএমএফ-এর আওতাভুক্ত প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ থেকে এ প্যাকেজের আট কোটি ডলার খরচ হবে।
ওয়াশিংটনের এক কর্মকর্তা অনুমোদনের এ বিষয়টি নিশ্চিত করেছেন। তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানান ঐ মুখপাত্র। তিনি জানান, তাইওয়ানে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।