তাইওয়ানের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের প্রাণহানীর সংবাদ পাওয়া গেছে। আহত আরও অর্ধশতাধিক। বুধবার সকালে স্থানীয় সময় ৭টা ৫৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ভূমিকম্পে দেশটির হুয়ালিয়েন শহরে ধসে পড়েছে অন্তত ২৬টি বহুতল ভবন। সেখানে আটকা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকাগুলোতে মুরু হয়েছে পাহাড়ধস।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়।
জানা যায়, গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যদিও সুনামি সতর্কতা জারি করেছে তাইওয়ান কর্তৃপক্ষ।
এক জরুরি বার্তায় জানানো হয়, ভূমিকম্পের কারণে সুনামি আঘাত হানতে পারে। তাইওয়ানে এর প্রভাব পড়তে পারে। উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
অন্যদিকে জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। তাদের সতর্ক বার্তায় বলা হয়েছে, তাইওয়ানের কাছে মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শিগগিরই ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।