ইংলিশ এফএ কাপ ফুটবলের আলাদা ম্যাচে জয় দিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল।

নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে হারিয়েছে হাডার্সফিল্ড টাউনকে। খেলার প্রথমার্ধে স্বাগতিকদের পক্ষে ফিল ফোডেন ও হুলিয়ান আলভারেজ ১টি করে গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৬৫ মিনিটে ফিল ফোডেনের জোড়া গোলে ব্যবধান বাড়ায় ম্যান সিটি। এছাড়া সিটিজেনদের পক্ষে ১টি গোল করেছেন জেরিমি ডুকো এবং বেন জ্যাকসন।

এদিকে, খেলার পুরো সময়েই হাডার্সফিল্ড গোল না করতে পারলে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয় সিটিজেনদের।

আরেক ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল। দলের পক্ষে ১টি করে গোল করেছেন ইয়াকুব কিউইওর ও লুইস ডিয়াজ।

অন্যদিকে, স্প্যানিশ কোপা দেল রে ফুটবলে চতুর্থ ডিভিশনের ক্লাব বারবাস্ট্রোর বিপক্ষে ৩-২ গোলের জয় দিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে বার্সেলোনা। দলের হয়ে ১টি করে গোল করেছেন ফার্মিন লোপেজ, রাফিনহা ও পলিশ তারকা স্ট্রাইকার রবার্তো লেওয়ানদস্কি।