ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস গার্মেন্টসের অগ্নিকাণ্ডের এক যুগ আজ (২৪ নভেম্বর)। ১২ বছর আগে ওই ফ্যাক্টরিতে আগুনে পুড়ে মারা যান ১১২ জন শ্রমিক। আহত হন একশ’র বেশি শ্রমিক।
এ ঘটনায় অবহেলার অভিযোগে সে সময় পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে। একবছরের মধ্যে অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর ২০১৫ সালে গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। ওই বছরের ১ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর থেকে দীর্ঘ ৯ বছরে সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হয় ৬৩ বার। এরমধ্যে রাষ্ট্রপক্ষ আদালতে মাত্র ১৩ জন সাক্ষী উপস্থিত করে। এতে মামলার বিচারে তৈরি হয় দীর্ঘসূত্রতা। ফলে বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছেন সংশ্লিষ্টরা।
তাজরীন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়া থানার এসআই খায়রুল ইসলাম একটি মামলা করেন। এরপর ২০১৩ সালের ২২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক একেএম মহসিনুজ্জামান খান আদালতে ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু করেন আদালত। এরপর থেকে চলতি বছর (২০২৪) পর্যন্ত ১০৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।