চলমা তাপপ্রবাহের কারণে কমবয়সী শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানান, চরম আবহাওয়া পরিস্থিতির ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে। তাই পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে।

উল্লেখ্য, চরম বৈরি আবহাওয়ার প্রেক্ষাপটে আবহাওয়া অধিদপ্তর গতকাল পরবর্তী তিন দিনের জন্য দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করে। এমন পরিস্থিতিতেই আগামীকাল রবিবার (২১শে এপ্রিল) থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।