অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল, দক্ষিণি তারকা তামান্না ভাটিয়া চুপিচুপি জল খাচ্ছেন অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। তবে ছিল না কোনো প্রমাণ। সেইসঙ্গে তামান্না-বিজয়ও বিষয়টি নিয়ে ছিলেন নিশ্চুপ, কিন্তু এবার আর চাপা থাকল না। ফাঁস হলো তাদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভাইরাল হওয়া সেই ভিডিওটি ছিল গোয়ার একটি বর্ষবরণ অনুষ্ঠানের। নতুন বছর ২০২৩ সালকে স্বাগত জানাতে সেখানকারই একটি হোটেলে রাত বারোটা বাজতেই কোলাহলপূর্ণ অনুষ্ঠানে দর্শকদের সামনেই পরস্পরকে জড়িয়ে ধরে, ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত জানান তারা।
হোটেল কর্তৃপক্ষের অসাবধানতাবশত নাকি অন্য কোনো কারণে ফাঁস হয়েছে তামান্না-বিজয়ের সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তা এখনও জানা যায়নি। তবে এই ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে বলিপাড়ার পাশাপাশি নেটপাড়ায়।
ভাইরাল সে ভিডিও দেখে নেটিজেনদের একাংশ তুলাধোনা করেছেন নতুন এ জুটিকে। কেউ বলছেন, সুন্দরী তামান্নার পাশে ‘বড্ড বেমানান’ বিজয়। অভিনেতার চেহারা নিয়েও কটাক্ষ করছেন কেউ কেউ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত অনুযায়ী, ‘লাস্ট স্টোরিজ ২’-সিনেমায় একসঙ্গে কাজ করছেন এই চর্চিত জুটি। ওই ছবিতেই কাজ করতে গিয়ে তাদের প্রেম গভীর হলো কিনা সেই অঙ্কও মেলাচ্ছেন কোনো কোনো নেটিজেন।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। তাদের এত কাছাকাছি দেখে নড়েচড়ে উঠেছেন তামান্না অনুরাগীরা। প্রিয় তারকার সঙ্গে বিজয়কে মানতে পারছেন না তারা। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে তা। কেউ লিখেছেন, ‘তামান্নার সঙ্গে মানাচ্ছে না বিজয়কে।’ অনেকের মতে, বিজয় মোটেও তামান্নার যোগ্য নন।
তবে এ নিয়ে মুখ খোলেননি তামান্না ও বিজয়। ভিডিওটির ব্যাপারটি তারা জানেন নাকি তাদের অগোচরে হয়েছে, সে বিষয়েও কোনো মন্তব্য করেননি।
২০০৫ সালে চলচ্চিত্রে নাম লেখান তামান্না। দক্ষিণে তারকা হতে বেশি সময় নেননি তিনি। ‘বাহুবলী’ সিনেমা দিয়ে নিজেকে আরও উচুতে নিয়ে যান তিনি। পাশাপাশি বলিউডেও জায়গা করে নিয়েছেন এ লাস্যময়ী। অন্যদিকে বিজয় তার ক্যারিয়ার শুরু করেন ২০১২ সালে। ‘গাল্লি বয়’ থেকে শুরু করে ‘মান্টো’র মতো ভিন্ন ধারার সিনেমায় বেশি দেখা গেছে তাকে।