তিউনেশিয়া উপকূল থেকে ১৪ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তিউনিসিয়ার দক্ষিণের জেরবা দ্বীপের উপকূল থেকে গত কয়েকদিন এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা সবাই সাব সাহারান বিভিন্ন দেশের নাগরিক। বিভিন্ন দেশ থেকে ইউরোপে উন্নত জীবন যাপনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা। বিদেশে পাড়ি দেওয়ার জন্য তিউনিসিয়া এবং এর প্রতিবেশী লিবিয়া অভিবাসীদের কাছে গত কয়েক বছরে বেশ জনপ্রিয় রুট হয়ে উঠেছে। এর আগে গত মঙ্গলবার ২২ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ খুঁজে পেয়েছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। এসব মরদেহ বেশ কয়েকদিন ধরে উপকূলে ভেসে ছিল।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, ২০২৩ সালে কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় পথ অতিক্রম করার চেষ্টা করার সময় প্রায় ২ হাজার ৪৯৮ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৭৫ শতাংশ বেশি।