‘ফ্লোরিডা বাংলা নিউজ’ বিদেশের মাটিতে অন্যতম জনপ্রিয় বাংলা সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এই অনলাইন পত্রিকাটি, সাফল্যের সঙ্গে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। আজ ৬ জুলাই শনিবার, জনপ্রিয় ও ভিন্নধারার বাংলা অনলাইন পোর্টাল ‘এফবি নিঊজ২৪৭ডট কম’ তিন বছর পেরিয়ে চারে পা দিয়েছে।  “সচল সংবাদ সব সময়” শ্লোগান নিয়ে এরই মধ্যে বাংলাদেশ, ফ্লোরিডাসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলা ভাষাভাষী এবং অন্য দেশে বসবাসরত বাঙালিদের কাছে, আস্থার সংবাদ মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে এফবি নিউজ।

২০২১ সালের ৬ জুলাই যাত্রার শুরু থেকেই গণমাধ্যমটি আমেরিকা প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে। গত তিন বছরে অনলাইনটি দেশের মানুষের পাশাপাশি প্রবাসী বাঙালিদের মুখপত্র হিসেবে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন ঘটনার খবর তাৎক্ষণিকভাবে পৌঁছে দিচ্ছে গণমাধ্যমটি।

এফবি নিউজ এর নির্ভুল এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশনার মাধ্যমে পাঠকদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যের উৎস হয়ে উঠেছে। সুনাম-সুখ্যাতির সাথে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে ‘এফবি নিউজ।

সততা, ন্যায়নিষ্ঠতা ও নিরপেক্ষ সাংবাদিকতার চর্চার মাধ্যমে পত্রিকাটি পাঠকদের মাঝে আস্থার সোপান তৈরি করতে পেরেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংবাদ মাধ্যমটি অর্থনৈতিক, রাজনৈতিক, বিনোদন, খেলা, দেশ-বিদেশ, বিশেষ করে প্রবাসের সংবাদ, সাংস্কৃতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকাশের মাধ্যমে দেশ ও দেশের মানুষের কথা, বিদেশের কথা, প্রবাসের কথা বলে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরাও বাংলা ভাষার গণমাধ্যম থেকে তথ্য খুঁজেন। এরমধ্যে প্রবাসীরা সবচেয়ে বেশি খোঁজ করেন দেশের খবর। বিদেশ থেকেও তাদের নাড়ির টান যেন কমেনা। এফবি নিউজ এমনই একটি প্রবাসীবান্ধব গণমাধ্যম।

প্রবাসী বাংলাদেশিদের তথ্যের ক্ষুধা মেটাতে গণমাধ্যমটি সচেষ্ট রয়েছে শুরু থেকেই। দেশ ও প্রবাস জীবনের বিভিন্ন সংবাদ তারা মুহূর্তেই পেয়ে যাচ্ছেন এই গণমাধ্যম থেকে। এফবি নিউজ তাদেরকে মনে করিয়ে দেয় বাংলাদেশ আমার জন্মভূমি, আমার গর্বের ভূমি।

সুদূর প্রবাসে থেকে যারা বাংলাদেশ, এ দেশের মাটি, মানুষদের জন্য শুভকামনা পুষে রাখেন, তাদের আবেগ অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ। আমরা তাদের সুখ দুঃখের গল্পগুলো তুলে ধরতে চাই। তুলে আনতে চাই তাদের পরিবার পরিজনের গল্পগুলো।

সংবাদের তাৎক্ষণিকতার চাহিদা মাথায় রেখে এফবি নিউজ সবসময় তৎপর। মানুষের আস্থার সংবাদ মাধ্যম হিসেবে তথ্য চাহিদা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। সঠিক তথ্য পৌঁছে দিতেই এফবি নিউজ পরিবারের নিরলস ছুটে চলা।

গণমাধ্যমটি স্বাধীন, গণতন্ত্র ও জনগণের পক্ষে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এফবি নিউজ এগিয়ে যাবে দুর্বার গতিতে এটাই আমাদের লক্ষ্য। গণমাধ্যমের আলো হয়ে এগিয়ে থাকবে ফ্লোরিডা বাংলা নিউজ।