চৈত্রের শেষে তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। তাপপ্রবাহ চলছে ৫৩ জেলায়। সহসাই এমন অবস্থার পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের পূর্বাভাস বলছে, আরও এক সপ্তাহ এমন গরম অনুভুত হবে। আগামী ১৭ই এপ্রিল কিছু কিছু জেলায় বৃষ্টির দেখা মিললেও রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে অপেক্ষা করতে হবে ২৪শে এপ্রিল পর্যন্ত। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এখনো শুরু হয়নি গ্রীষ্মকাল। কিন্তু চৈত্রের তাপদাহেই হাঁসফাঁস অবস্থা মানুষের। পথে বের হলেই রোদের তেজ শরীর পুড়িয়ে দিচ্ছে। দেশের ৫৩টি জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ। কোন কোন জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই।

সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তীব্রতা। রোদের এতটাই তেজ যে, ঘরের বাইরে পা ফেলা দায়। নাভিশ্বাস উঠেছে জনজীবনে।

গরমের পাশাপাশি রাজধানীতে দুর্ভোগ বাড়িয়েছে যানজট।

এদিকে, টানা কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গায়। বুধবার সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন গরম চলবে অন্তত এক সপ্তাহ।  সাতদিন পরে কিছু কিছু জেলায় তাপপ্রবাহ কমলেও বৃষ্টির দেখা পেতে অপেক্ষা করতে হবে ২৪ এপ্রিল পর্যন্ত।