ভারতের রাজধানী দিল্লিতে তীব্র শীতের কারণে সকল স্কুল ১৫ই জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। দিল্লির কিছু স্কুল ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল এবং ৯ই জানুয়ারি থেকে খোলার কথা ছিল। তবে এই আদেশের পর এখন স্কুল ছুটি আরও সাত দিন বাড়ানো হয়েছে।
বর্তমানে পুরো উত্তর ভারতে শীতল বাতাসের প্রভাব রয়েছে। দিল্লিতেও শীতের প্রকোপ চলছে। দেশটির রাজস্থানে প্রদেশে তাপমাত্রা নামলো শূন্য ডিগ্রিতে, দিল্লি রিজে ১.৫। কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইট কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই বিমানবন্দরে বিভিন্ন গন্তব্য থেকে আসা ১২টিরও বেশি ফ্লাইট বিলম্ব হয়েছে। শীতে কাঁপছে সবাই। দিল্লি, উত্তরপ্রদেশের থেকেও বেশি ঠান্ডা পড়েছে পশ্চিম রাজস্থানের বেশ কিছু জায়গায়। কাঁপছে মধ্যপ্রদেশও।
দিল্লি রিজে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৫ ডিগ্রি। সেখানে রাজস্থানের চুরুতে তাপমাত্রা নেমে গিয়েছিল শূন্যে। মধ্যপ্রদেশের নওগংয়ে পারদ নেমেছিল ০.৫ ডিগ্রিতে।
এদিকে, দিল্লির সফদরজংয়ে তাপমাত্রা নেমে যায় ২.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি কম। ভারতীয় আবহাওয়া বিভাগের প্রতিবেদন অনুসারে, দেশটির রাজধানীসহ উত্তরের প্রদেশগুলোতে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা অব্যাহত আছে। কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইট কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই বিমানবন্দরে বিভিন্ন গন্তব্য থেকে আসা ১২টিরও বেশি ফ্লাইট বিলম্ব হয়েছে।