আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে বিধ্বস্ত তুরস্ক। আজ (সোমবার) পূর্ব তুরস্কে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। সর্বশেষ ভূমিকম্পটি মালতয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে কেন্দ্রীভূত ছিল। এতে অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, ফেব্রুয়ারিতে এই অঞ্চলে আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল কাহরামানমারাসে একটি কারখানা ধসে একজন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।

ইয়েসেলিরুতের মেয়র মেহমেত সিনার হেবারতুর্ক টেলিভিশনকে বলেছেন, ভূমিকম্পে শহরটির কয়েকটি ভবন ধসে পড়েছে।শহরের বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। যার মধ্যে একটি চারতলা বিল্ডিং রয়েছে, যেখানে বাবা ও মেয়ে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ চলছে।

রয়টার্সের খবরে বলা হয়, টেলিভিশন চ্যানেল সিএনএন তুর্কের লাইভ ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে জীবিত বের করে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন। এর একটু পরে এক নারীকে একই ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। বলা হয়, এই নারী আগে উদ্ধার হওয়া ব্যক্তির মেয়ে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনূস সেজার এক সংবাদ সম্মেলনে জানান, পাঁচটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

এএফএডির ভূমিকম্প ও ঝুঁকি হ্রাসবিষয়ক মহাপরিচালক অরহান তাতার বলেন, গত তিন সপ্তাহে এই অঞ্চলে নতুন করে চারটি ভূমিকম্প হয়েছে। সেই সঙ্গে ৫ থেকে ৬ মাত্রার মধ্যে ৪৫টি পরাঘাত অনুভূত হয়।

এর আগে, গত ৬ই ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ওই ভূমিকম্পের পর আরো বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে অঞ্চলটিতে।