সিঙ্গাপুরে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
বুধবার জালান বেসার স্টেডিয়ামে খেলার শুরু থেকেই বাংলাদেশের মেয়েরা আধিপত্য দেখিয়ে খেলতে থাকে। ৩ মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন পূজা দাস। এর দুই মিনিট পর বাংলাদেশের থনিয়ে মারমা ব্যবধান বাড়ান। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার গোল পান। তাতে তিন গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ দল।
দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে পূজা নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। ম্যচের ৬০ মিনিটে সুরভি আকন্দ প্রীতি পেনাল্টি থেকে গোল করে দলকে আরও বড় জয়ের পথে তুলে নেন। এরপর তৃষ্ণা রানী ৮২ মিনিটে দলের ষষ্ঠ ও শেষ গোলটি করেন। আগামী রোববার বাংলাদেশ-স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে।