লিটন দাসের সঙ্গে আফিফ হোসেনের পঞ্চাশ ছুঁইছুঁই জুটি বাংলাদেশকে লড়াকু সংগ্রহের আশাই দেখাচ্ছিল। তবে পরপর দুই ওভারে দুজনের বিদায়ে সে আশায় ধাক্কা লেগেছে বড়সড়।
ফারুকির করা ইনিংসের ১৭তম ওভারটা লিটন দারুণভাবেই কাজে লাগাচ্ছিলেন। তুলে নিয়েছিলেন ১২ রান। শেষ বলটাও কাজে লাগাতে চাইলেন শর্ট ফাইন লেগ দিয়ে খেলতে চেয়ে। তবে তার স্লোয়ার বলটায় টাইমিং মেলাতে পারেননি ঠিকঠাক। ফলে ধরা পড়েন ফাইন লেগে থাকা আজমাত উল্লাহর হাতে।
তার বিদায়ের পরও বাংলাদেশকে আশা দেখাচ্ছিলেন আফিফ। তবে পরের ওভারেই তিনি বিদায় নেন। আজমাতউল্লাহর ফুলার লেন্থের বলটা কভার দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন। তবে সে চেষ্টা সফল হয়নি তার। ধরা পড়েন কভারে থাকা মোহাম্মদ নবীর হাতে।
আফিফের বিদায়ে বাংলাদেশ তিন বল আর এক রানের ব্যবধানে হারিয়ে বসে দুই থিতু হওয়া ব্যাটারকে। তাতে লড়াকু সংগ্রহ পাওয়ার আশাটা বড় এক ধাক্কাই খেয়ে গেছে স্বাগতিকদের।