রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে উদ্বোধনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে উদ্বোধনস্থলে আসেন তিনি। এরপর তিনি ঘুরে ঘরে টার্মিনাল পরিদশন করছেন। কিছুক্ষণের মধ্যেই এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালে পৌঁছালে শিশুরা নাচের মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। এসময় প্রধানমন্ত্রী নাচ উপভোগ করেন, হাততালি দিয়ে তাদের উৎসাহ দেন। প্রধানমন্ত্রীর সাথে তারা ছবি তোলেন।
পরে টার্মিনাল-৩ পরিদর্শন করেন তিনি। চেকিং কাউন্টার গেলে তার প্রতীকী লাগেজ চেক হয় ও বোর্ডিং পাস দেয়া হয়, এরপর ইমিগ্রেশন কাউন্টারে যান প্রধানমন্ত্রী, ইমিগ্রেশন শেষে প্রি-বোর্ডিং সিকিউরিটি জোনে যান, সেখান স্ক্যানিং শেষে বোর্ডিং ব্রিজের দিকে যান মুভিং ওয়াকওয়ে ব্যবহার করে। যাবার পথে ফটোগ্যালিতে থার্ড টার্মিনালের নির্মানকাজের ছবি দেখেন। ব্রোর্ডিং ব্রিজ দেখে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসেন।