দেশের ৮৭ টি উপজেলায় বুধবার তৃতীয় ধাপে দিনব্যাপি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে এসব উপজেলায়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়েছে গণনা।
তৃতীয় দফার ভোটে কক্সবাজারের উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবির চৌধুরী বিজয়ী হয়েছেন। এছাড়া কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজুল ইসলাম ভুট্টো জয় পেয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদে মশিউর রহমান বাবু বিজয়ী হয়েছে।
রাঙামাটিতে লংগদু ও নানিয়ারচর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে লংগদু উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারকে ৪ হাজার ১৬০ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারি ভাবে জয়লাভ করেছে।
নীলফামারীর সদর উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান আনসার প্রতীকে আবুজার রহমান ৪৮,৫৩৯ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে দীপক চক্রবর্তী ২৮,০৪৬ ভোট।
বগুড়া সদর উপজেলায় আনারস প্রতীক নিয়ে শুভাশীষ পোদ্দার লিটন, শিবগঞ্জ উপজেলায় আনারস প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমান মোস্তা ও শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে সোহরাব হোসেন ছান্নু বিজয়ী হয়েছেন।
নানিয়ারচর উপজেলায় আনারস প্রতীকের অমর জীবন চাকমা বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জ্যোতিলাল চাকমা।