ফেসবুক তথা মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ তৃতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন।  আজ (শুক্রবার) এক ফেসবুক পোস্টের মাধ্যমে জুকারবার্গ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লিখেন,‘পৃথিবীতে তোমাকে স্বাগতম। অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য আশির্বাদ।

এর আগে নিজের অন্তস্বত্তা স্ত্রী প্রিসসিলা চ্যানকে সাথে নিয়ে ছবি দিয়ে আগাম বার্তা দিয়েছিলেন জুকারবার্গ। গত সেপ্টেম্বরেই সকলকে সুখবর শুনিয়েছিলেন তিনি।  বলেছিলেন,  ম্যাক্স ও আগস্টের পর তার ও প্রিসসিলার তৃতীয় কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে ২০২৩ সালে। ছবিতে দম্পতিকে হাসিমুখে দেখা গিয়েছিল।

২০০৩ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্র্যাট পার্টিতে দেখা হয়ার পরে দীর্ঘদিন প্রেম করেন মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান। এর পর ২০১২ সালে বিয়ে করেন জাকারবার্গ-চ্যান দম্পতি। তাদের আরও দুটি কন্যার সন্তান রয়েছে, তাদের নাম অগাস্ট এবং ম্যাক্সিমা।

গত সেপ্টেম্বর মাসে এক ইনস্টাগ্রাম পোষ্টে তৃতীয় সন্তানের কথা জানিয়েছিলেন জাকারবার্গ। পোস্টে তিনি লিখেছিলেন, অনেক ভালবাসা, অতন্ত্য খুশির সাথে শেয়ার করছি যে ম্যাক্স এবং অগাস্ট আগামী বছর একটি নতুন শিশু বোন পাচ্ছে।