ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক বন্যা হয়েছে। সেখানে এরই মধ্যে ২২ জনের প্রাণহানি ঘটেছে। এ পরিস্থিতিতে ত্রিপুরায় আবারো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাজ্যের অনেক এলাকার পানির পরিমাণ অপরিবর্তিত থাকলেও ভারতের আবহাওয়া দপ্তর -আইএমডি ত্রিপুরার চারটি জেলায় আগামী তিনদিন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
পুরো রাজ্যে শুক্রবার (২৩ শে আগস্ট) দুপুর থেকে আগামী দুদিনের জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। তবে আগামী রবিবার (২৫ শে আগস্ট) দক্ষিণ জেলার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সেদিন ওই অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায়ও ত্রিপুরায় প্রবল বৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক বার্তায় ত্রাণ, পুনর্বাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর জানায়, ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টি হয়েছে দক্ষিণ ত্রিপুরায় (বগাফা: ৪৯৩.৬ মিলিমিটার), সিপাহিজালা (সোনামুরা: ২৯৩.৪ মিলিমিটার), পশ্চিম ত্রিপুরা (আগরতলা: ২৩৩ মিলিমিটার) এবং গোমাইপুরে: ১৫৫ মিলিমিটার)।
প্রবল বৃষ্টির কারণে গোটা রাজ্য বন্যার কবলে পড়েছে। গোমতী, দক্ষিণ ত্রিপুরা, উনাকোটি এবং পশ্চিম ত্রিপুরার জেলাগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী ভয়াবহ এ বন্যায় ত্রিপুরায় ২২ জন এবং বাংলাদেশে ১৫ জন নিহত হয়েছেন। অপরদিকে ত্রিপুরা ও বাংলাদেশে যথাক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৭ ও ১৪ লাখ মানুষ।