ভারতের ত্রিপুরা বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। বেশির ভাগ নদীর গুলির জলস্তর কমছে বলে প্রশাসন সূত্রে প্রকাশ। তবে সিপাহিজলা জেলায় এখনও গোমতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। রাজ্যের বন্যায় রবিবার (২৫ আগস্ট) পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬।
গত ১৯শে আগষ্ট থেকে ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহজলা, পশ্চিম ত্রিপুরা, খোয়াই এবং উনাকোটিতে। বেশির ভাগ জায়গায় বৃষ্টি কমে গেছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য জুড়ে ৫৫৮টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ১ লক্ষ ২৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লাখেরও বেশি মানুষ। এক হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং হাইওয়েগুলোর কোথাও কোথাও অবরুদ্ধ হয়ে পড়েছে।
প্রাথমিক ভাবে জানা গেছে, পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মনে করা হচ্ছে, এই ক্ষতির পরিমাণ আরও বেশি। এই বন্যা পরিস্থিতির জেরে বহু জায়গায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। বন্যাকবলিত এলাকাগুলো আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।