নারী এশিয়া কাপ টি-২০ তে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে থাইল্যান্ড। এই হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে উঠার পথ খুলেছে। শেষ ম্যাচে এখন আরব আমিরাতকে হারাতে পারলেই সেমিতে চলে যাবে বাংলাদেশের নারীরা।

সোমবার (১০ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট কোঁড়তে নামে থাইল্যান্ড। ভারতের বোলারদের তোপে মাত্র ৩৭ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। দলীয় ২৪ রানে ৬ ব্যাটারকে হারায়ে দিশেহারা হয়ে যায় থাইল্যান্ড। শেষ পর্যন্ত ১৫ ওভার ১ বলে মাত্র ৩৭ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড। মাত্র একজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছে। থাইল্যান্ডের পক্ষে ওপেনার  নান্নাপাত কোনচারোয়েঙ্কো করেন ১২ রান। আর ভারতের পক্ষে স্নেহ রানা নেন সর্বোচ্চ ৩ টি উইকেট। অন্যদিকে দীপ্তি শর্মা ও গায়কোয়াড নেন ২টি করে উইকেট।

৩৮ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১৭ রানে ওপেনার শেফালি ভর্মার উইকেট হারায় ভারত। এরপর পুজা ও মেঘানা দুজন মিলে আর কোন বিপদ না ঘটিয়ে ভারতের জয় নিশ্চিত করে। মেঘানা ১৮ বলে ২০ ও পুজা ১২ বলে ১২ করে অপরাজিত থাকে।

ভারতের জয়ের ফলে বাংলাদেশের সেমিফাইনালের আশা এখনও টিকে রইলো।