থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে ভূমিধসে এক রুশ দম্পতিসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের। ফুকেটের গভর্নর সোফন সুভন্নারাত জানান, ভারি বৃষ্টিপাতের কারণে রোববার দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত ফুকেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘বিগ’ বুদ্ধের কাছে ভয়াবহ এই ভূমিধস হয়।
কর্তৃপক্ষ জানায়, গত দুদিন প্রবল ও টানা বৃষ্টিপাতের কারণেই এ ভয়াবহ ভূমিধস হয়েছে। দুর্যোগ কবলিত দ্বীপটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের।
এরইমাঝে শুরু হয়েছে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ। যা চলবে আরও দুই থেকে তিন দিন।