থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩০ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এর প্রভাবে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে, জানালা ভাঙার পাশাপাশি ছাদ ভেঙে পড়ে। ধোঁয়ার বড় শিখা বাতাসে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে নারাথিওয়াত প্রদেশের ওই শহরের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় গভর্নর স্যানন পোঙ্গাকসর্ন বলেন, মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক তদন্ত বলছে, ভবনে নির্মাণকাজ চলাকালে ইস্পাত ঢালাইয়ে যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণটি ঘটেছে।
সেকসান তায়েসেন, যিনি ঘটনার একজন প্রত্যক্ষদর্শী, তার বাস ওই মার্কেট থেকে ১০০ মিটার দূরে, তিনি বলেন, তিনি বাড়িতে থাকার সময় বিকট বজ্রধ্বনি শুনতে পান এবং তার পুরো বাড়ি কেঁপে ওঠে।
তিনি বলেন, তারপর দেখলাম আমার ছাদটা খোলা। আমি বাইরে তাকিয়ে দেখলাম ঘর ভেঙে যাচ্ছে এবং মাটিতে মানুষ পড়ে আছে। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।