ঘন ধূলার চাদরে ঢেকে গেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। গত কয়েকদিন ধরে যানবাহনের ধোঁয়া, শিল্প নির্গমনসহ বেশ কিছু কারণে সেখানে তীব্র বায়ু দূষণ দেখা দিয়েছে।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরটিতে গত দুই সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখের বেশি মানুষ।

সবচে শোচনীয় অবস্থা উত্তরাঞ্চলীয় চিয়াং মাই শহরের। কৃষি প্রধান এ অঞ্চলে কৃষকেরা ফসল পোড়ানোর ফলে বছরের একটি সময় এ অবস্থার সৃষ্টি হয়।