বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ী গভীর খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো সাত জন। বৃহস্পতিবার (২৬শে মে) সকাল সাড়ে ১০টার সময় জীবন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, ঢাকা থেকে নয় জনের একটি দল একটি প্রাইভেট কার বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাবার পথে জীবন নগর নামক স্থানে গাড়ীটি প্রায় ৩শ ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। এরমধ্যে আহত অবস্থায় অন্যদেরকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পরে আরো এক জনের মৃত্যু হয়। বাকীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।