জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা গত ৬ জুলাই (বৃহস্পতিবার) থ্রেডস নামে আরো একটি নতুন অ্যাপ চালু করে। এটি মূলত টুইটারের মতো মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। অ্যাপ ভিত্তিক এই পরিষেবা চালুর সঙ্গে সঙ্গে ১ কোটিরও বেশি ব্যবহারকারীর এর সঙ্গে যুক্ত হয়েছেন। বিশ্বের ১০০টি দেশ লগইন হয়েছে থ্রেডস।
এই অ্যাপটি যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই তাতে একাধিক গলদও এর মধ্যে ধরা পড়েছে। থ্রেডস অ্যাপে এখন সবথেকে বড় সমস্যা হল, গ্রাহকের অ্যাকাউন্ট ডেটা ডিলিট করা।
নতুন এ থ্রেডস অ্যাপটিতে লগিন করতে হবে ইনস্টাগ্রাম আইডির ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে। ফলে থ্রেডসের অ্যাকাউন্ট ডিলিট করতে হলে ডিলিট করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা জানিয়েছে, তারা এটি ডিলিট করার অপশন পাচ্ছেন না। তারা বলছেন, এখানে অ্যাকাউন্ট খুললে বাধ্যতামূলকভাবে তা রেখে দিতে হবে। কারণ, থ্রেডসের অ্যাকাউন্ট মুছতে গেলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ‘যেহেতু থ্রেডস ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, তাই আপাতত থ্রেডসকে একই অ্যাকাউন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের থ্রেডস প্রোফাইল মুছে ফেলার পরিবর্তে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। অথবা, ‘ব্যক্তিগত’ হিসেবে নির্ধারণ করতে পারবেন। এ ছাড়া, পোস্ট মুছে ফেলতে পারবেন’।