বাংলাদেশের ক্রিকেটে আরেকটি সুসংবাদ যুক্ত হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। সোমবার পঞ্চম ওয়ানডেতে তারা ১৭ বল হাতে রেখে ৩ উইকেটে প্রোটিয়াদের হারিয়েছে।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের যুবারা। ৫০ ওভারের এই সিরিজের পরের ম্যাচ জিতে সমতা আনে স্বাগতিকরা। তবে তৃতীয় ম্যাচে আবার এগিয়ে যায় প্রোটিয়ারা। এরপর চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ফের সমতা আনে যুবা টাইগাররা। ফলে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। আর সিরিজের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশের যুবারা।

দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে। রিজান হোসেন ১৮ রানের মধ্যে দুই ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস (৮) ও থেবে গাজিদেকে (৫) ফেরান। ডেভিড টিগারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি জোথান ফন জিল (৭)। ৪৯ রানে ৩ উইকেট হারানোর ক্ষত কিছুটা সেরে তোলেন টিগার ও রিচার্ড সেলেতসোয়ানের ৫২ রানের জুটিতে।

অধিনায়ক জুয়ান জেমসের সঙ্গে আরেকবার হাল ধরেন টিগার। হাফ সেঞ্চুরিও করেন তিনি। কিন্তু জুটিটা বড় করতে পারেননি। ৪৪ রানে তাদের বিচ্ছিন্ন করেন রোহানাত দৌলা বর্ষণ। ৮৯ বলে ৬৩ রান করেন টিগার। তার বিদায়ে বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা।

ডেথ ওভারে ছন্নছাড়া ব্যাটিংয়ে বড় পুঁজি হয়নি প্রোটিয়াদের স্কোরবোর্ডে। মাহফুজুর রহমান রাব্বি টানা তিন ওভারে তিন ব্যাটারকে ফেরান প্যাভিলিয়নে। ৫৭ রানে শেষ ৫ উইকেট পড়ে সফরকারীদের।

রাব্বি সর্বোচ্চ তিন উইকেট নেন। বর্ষণ, রিজান ও রাফি দুটি করে উইকেট পান।

লক্ষ্যে নেমে ৪০ ও ৪৮ রানে দুই উইকেট পড়লেও আদিল বিন সিদ্দিক ও আরিফুল ইসলামের হাফ সেঞ্চুরিতে শক্ত অবস্থানে জায়গা করে নেয় বাংলাদেশ। তাদের জুটি ছিল ৮৭ রানের। ৭০ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৮ রান করেন আদিল।

দ্রুত নাঈম আহমেদ (৪) ও মোহাম্মদ শিহাব জেমস (১৭) ফিরে গেলেও শক্ত হাতে লড়াই করেন আরিফুল।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ জিতলো স্বাগতিকরা।