নারী টি-২০ বিশ্বকাপের শিরোপা আবারো নিজেদের করে নিলো অস্ট্রেলিয়ার মেয়েরা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো তারা। ২০১৮ ও ২০২০ বিশ্বকাপ নিজেদের দখলে রেখেছে মেঘ ল্যানিংনরা। তারই ধারাবাহিকতায় ২০২৩ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে বধ করে পুনরায় শিরোপা নিজেদের করে রাখলো অস্ট্রেলিয়া।
আজ (রোববার) নারী টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরে কেপটাউনে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক মেঘ ল্যানিং। শুরুতে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার মেয়েরা। নির্দিষ্ট ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে গিয়ে ঠেকে অস্ট্রেলিয়ার রানের স্কোর। দলের হয়ে সর্ব্বোচ্চ রান করেন মোনি। ৫৩ বলে ৭৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া গার্ডনার ২৯, উইকেট কিপার হেলি ১৮ ,গ্রেস হ্যারিস ও ল্যানিং করেন ১০ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে অস্ট্রেলিয়ার বোলারদের চাপের মুখে ছিলো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। ৪৮ বলে ৬১ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরে যায় লরা উলবার্ড। এছাড়া বাকি ব্যাটসম্যানরাও খুব একটা সুবিধা করতে পারেনি। সবশেষ ১৩৭ রানে গিয়ে থামে সাইথ আফ্রিকার ইনিংস। আর এতেই বিশ্বকাপের আসরে রানার্সআপ হতে হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে।