দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কাছে বন্দুক হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১টার ঠিক আগে বেকারসডাল টাউনশিপে একটি বারে গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। খবর আল জাজিরার।
পুলিশ আরো জানায় প্রায় ১২ জন অজ্ঞাত সন্দেহভাজন দু’টি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহভাজনরা বারের ভেতরে থাকা লোকজনের ওপর গুলি চালায়। এরপর পালিয়ে যাওয়ার সময়ও গুলি চালাতে থাকে বন্দুকধারীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আহত কমপক্ষে ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে। জাতীয় ও প্রাদেশিক ক্রাইম ইউনিট, অপরাধ তদন্তকারী ও গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
পুলিশ জানিয়েছে যে তারা এখনো প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছেন। গুলি চালানোর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এই মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার কাছে একটি বারে কমপক্ষে ১২ জনকে হত্যা করে সশস্ত্র ব্যক্তিরা।












