দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির সংঘর্ষে ডি বিয়ার্স মাইনিং কোম্পানির অন্তত ২০ শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। খবর এএফপির।
দেশটির উত্তর দিকে অবস্থিত লিম্পোপো প্রদেশের একজন পরিবহন কর্মকর্তা জানান, দুর্ঘটনার কবলে পড়া বাসটি ভেনেটিয়া খনি শ্রমিকদের যাতায়াতের কাজে ব্যবহার হতো। খনি থেকে ২৫ কিলোমিটার দূরে জিম্বাবুয়ে সীমান্তের অংশে এই দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।
এএফপি জানিয়েছে, আফ্রিকা মহাদেশের মধ্যে সড়ক ব্যবস্থায় সবচেয়ে উন্তত দেশ আফ্রিকা। আর ভেনেটিয়া হলো দেশটির বৃহত্তম হীরার খনি। এই খনিটি বতসোয়ানে ও জিম্বাবুয়ে সীমান্তে অবস্থিত। দীর্ঘ
৩০ বছর ধরে ডি বরস গ্রুপ খনিটির কার্যক্রম পরিচালনা করে আসছে। হীরার সন্ধানে সেখানে ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে তারা। তবে বর্তমানে সুড়ঙ্গ খুড়ে খনির কার্যক্রম চলছে। গ্রুপটির লক্ষ্য বছরে বছরে ৪০ লাখ ক্যারেট হীরা খনি থেকে উত্তোলন করার।