দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার একটি আদালত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করেছে বলে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে।
যৌথ তদন্ত সদর দপ্তরের অনুরোধে এই পরোয়ানা জারি করা হয়। ইউনের বিরুদ্ধে বিদ্রোহ, মার্শাল ল জারি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। যৌথ তদন্ত সদর দপ্তর, দুর্নীতি তদন্ত দপ্তর (সিআইও), পুলিশ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘৩১ ডিসেম্বর সকালে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে।’
এই পদক্ষেপটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো বর্তমান রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির নজির স্থাপন করল। তবে ইউনকে কবে গ্রেপ্তারের চেষ্টা করা হবে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের নিরাপত্তা বিভাগ তার দপ্তর এবং সরকারি বাসভবনে তল্লাশি চালানোর জন্য একাধিক পরোয়ানা কার্যকর করতে বাধা দিয়েছিল।
উল্লেখ্য, এই বছরের ৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেন ইউন।