দক্ষিণ কোরিয়ার একটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জনের মারা গেছে। আহত হয়েছে আরও বেশ কয়েককজন। স্থানীয় সময় সোমবার সকাল পৌনে ৮টার দিকে হুন্দাই প্রিমিয়াম আউটলেট নামে একটি শপিংমলে আগুন লাগে। এসময় ঘটনাস্থলে পৌছে আশেপাশের এলাকা থেকে শতাধিক মানুষ সরিয়ে নেয় উদ্ধারকর্মীরা।

কয়েক ঘন্টার চেষ্টায় স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে নেয় দমকল বাহিনী। বেসমেন্টে থাকা একটি বেদ্যুতিক গাড়ি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। শপিংমলটিতে ২৬৫টি দোকান, হোটেল, সম্মেলন কক্ষসহ সিনেমা হলও রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেজমেন্টে একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ করা হচ্ছিল। সেই গাড়ির বিস্ফোরণ থেকেই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, ভবনে আটকে পড়া সাধারণ মানুষকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। দেজন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা গো সেউং-চেওল বলেন, আগুন নেভানোর পর কর্মীরা জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

কেউ এখনো নিখোঁজ কিংবা ভবনের কিছু অংশে ধোঁয়া রয়ে গেছে কিনা তা স্পষ্ট নয়। আগুন লাগার পরপরই শপিংমলের ১১০ জনেরও বেশি কর্মী এবং কাছাকাছি একটি হোটেলের ভোক্তাদের সরিয়ে নেয়া হয়।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের ফলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারতো যদি মলের কেনাকাটা চলাকালে আগুন ছড়িয়ে পড়ত। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।