ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘পাবলিক প্লেসে’ দাঁড়িয়ে প্রস্রাব করায় আলাউদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

দন্ডপ্রাপ্ত আলাউদ্দিন হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের রফি হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পার্বতীপুর বাজারে হাট বসে। হাটের সময় বাজারে অনেক লোকজন থাকে। বিকালে রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। এ সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হরিণাকুণ্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। তিনি এই ঘটনা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে ইসলামী দৃষ্টিকোণে বিষয়টি দৃষ্টিকটু বলে অনেকেই জরিমানা করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, পাবলিক প্লেসে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। বিষয়টা দৃষ্টিকটু মনে হয়, তাই ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে যেখানে ওই ব্যক্তি প্রস্রাব করেন সেটি সংরক্ষিত এলাকা বা চিহ্নিত জনসমাগম পূর্ণ এলাকা কিনা- তিনি নিশ্চিত করতে পারেননি।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, আমি গতকাল শুনেছি উন্মুক্ত স্থানে প্রস্রাব করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বাজার একটি জনসমাগম পূর্ণ এলাকা। এই কারণে তিনি চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।