দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগুনে পুড়ে আসাদুজ্জামান নুর সূর্য (১৭) নামে এক শিক্ষার্থীর ১ মাস ৫ দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ডাঙ্গাপাড়া কবর স্থান থেকে প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাদের উপস্থিতে সূর্যের মরদেহ উত্তোলন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার এসআই আরিফ হোসেন জানান,গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর থানার আসাদুজ্জামান নুর সূর্য ও পাঁচবিবি থানার নাইমের পোড়া মরদেহ সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেসময় পুলিশের কর্মবিরতি চলায় এলাকাবাসী ময়না তদন্ত ছাড়ায় তাদের মরদেহ দাফন করেন।
পরে ১৯ আগস্ট এ ব্যাপারে হাকিমপুর থানায় আসাদুজ্জামান নুর সূর্য এর ভাই সুজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের স্বার্থে মরদেহের ময়না তদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করেন। আদালত সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে সূর্যের মরদেহ উত্তোলন করার নির্দেশ দেন। তাঁর উপস্থিতিতে আজ মরদেহের ময়না তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।