ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপে ৬ জন নিহত। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বুধবার সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে। এই আগুনে অনেকটাই পুড়ে গেছে অঙ্গরাজ্যটির ঐতিহাসিক শহর লাহাইনা।
হাওয়াইয়ের মাওয়াই কাউন্টি কর্তৃপক্ষ গতকাল বুধবার জানিয়েছে, বহু মানুষ ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। মাওয়াইয়ের হাসপাতালগুলোতে রোগীর জায়গা হচ্ছে না।
বিবিসির খবরে বলা হয়েছে, দাবানলের কারণে মাউই দ্বীপে বেশ কয়েকবার অগ্নিকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বীপের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে আরও আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
বুধবার প্রেস ব্রিফিংয়ে রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর সিলভিয়া লুক বলেন, ‘আমাদের আশ্রয়কেন্দ্রগুলো মানুষে ভরে গেছে। স্থানীয় বাসিন্দাদের জন্য আমাদের সক্ষমতার মধ্যে যা আছে তা করছি।’
কর্মকর্তারা বলছেন, ঝোড়ো হাওয়া ও দাবানলে প্রায় ২৯টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এ জন্য হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট না।
জরুরি সাড়াদান কর্মসূচির ইনচার্জ মেজর জেনারেল কেনেথ এস হারা বলেন, এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো মানুষের জীবন বাঁচানো, তাদের দুর্ভোগ রোধ করা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি কমানো।
এদিকে দাবানলের ঘটনায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র মাউই দ্বীপে পর্যটকদের আগমন নিরুৎসাহিত করা হয়েছে। বর্তমানে প্রায় ৪ হাজার পর্যটক দ্বীপটি ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন কর্মকর্তা এড স্নিফেন।