বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পাওয়া এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ মঙ্গলবার (১১ই জুন) তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপআির) এর সহকারী তথ্য অফিসার আয়শা ছিদ্দিকা স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গত ২৬শে মে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো।

এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনীর বিদায়ী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হলেন। হাসান মাহমুদ খাঁনকে এয়ার ভাইস মার্শাল পদবীতে পদোন্নতি প্রদানপূর্বক ১১ জুন থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।