খুশির হাওয়া বইছে বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবারে। ছেলে আরিয়ান ঘরে ফিরতেই উৎসবের আমেজ শাহরুখের অট্টালিকায়।
আলো ঝলমলে মান্নাতে এখন কেবলই উৎসবের আমেজ। আরিয়ানের জামিন ঘিরে অনিশ্চয়তা থাকায় ঠিক হয়েছিল- উৎসব উদযাপন হবে না বাড়িতে। খবর আনন্দবাজার পত্রিকার।
শেষমেশ শাহরুখের জন্মদিনের ঠিক দু’দিন আগেই ঘরে ফিরলেন ছেলে আরিয়ান। ভক্ত মহলে প্রশ্ন— কঠিন সময় পেরিয়ে কীভাবে নিজের এই বিশেষ দিন উদযাপন করবেন ‘বাদশা’? বারান্দায় এসে কি হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে?
খান পরিবারের ঘনিষ্ঠ এক জন জানিয়েছেন, এবার ছিমছাম জন্মদিন পালন করবেন শাহরুখ। ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও পালিত হবে ঘরোয়া ভাবেই।
এ বছরও ভক্তদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাবেন তিনি।
ছেলের গ্রেফতারের পরেই সব কাজ বন্ধ করে দিয়েছিলেন শাহরুখ। আরিয়ান জামিন পেতেই কাজে ফিরছেন ‘বাদশা’। ব্যক্তিগত কারণে আর অপেক্ষা করাতে চাইছেন না প্রযোজকদের। তাই ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’! কিং খানের ভূমিকায় ফিরে আসছেন শাহরুখ। খুব তাড়াতাড়িই।