যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো মেনে নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি এখনো নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেননি। রিপাবলিকান রাজনীতিবিদ ট্রাম্পের প্ররোচনায় তার সমর্থকরা সংসদ ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার সময় সেখানে বাইডেনের জয়কে সত্যয়িত করার প্রক্রিয়া চলছিল। সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কয়েকঘণ্টা ধরে তাণ্ডব চালান তার সমর্থকরা। সেইসময় তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছিল।

ক্যাপিটল হিলে সেই তাণ্ডবের সময় ট্রাম্প নিরব ছিলেন। তার সমর্থকদের ক্যাপিটাল ভবন থেকে বেরিয়ে যেতে বলেননি। এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বিচারক। সোমবার শুনানির সময় ওয়াশিংটন ডিসিতে কেন্দ্রীয় বিচারক অমিত মেহতা বলেন, ‌‘কেন সেই দুই ঘণ্টা নীরব ছিলেন ট্রাম্প? কেন তিনি তার সমর্থকদের ক্যাপিটল ভবন থেকে বেরিয়ে যেতে বলেননি? উগ্র সমর্থকদের বেরিয়ে যেতে বলবেন- এটাইতো প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আশা করেছিলাম।’

ক্যাপিটল ভবনে হামলাকে অনেকে ‌‘গণতন্ত্রের ওপর হামলা’ হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প তার সমর্থকদের বাধা না দিয়ে প্রকারান্তরে তাদের কর্মকাণ্ডের প্রতি সমর্থনই জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিচারক অমিত মেহতা বলেন, ‌‘প্রেসিডেন্ট তাৎক্ষণিক এই ঘটনার নিন্দা জানাননি… বিষয়টিকে আরও উসকে দিয়েছিলেন। এমন অবস্থান থেকে, প্রেসিডেন্ট কী ক্যাপিটলের চালানো সেই কর্মকাণ্ডের প্রতি সমর্থন দেননি?’

সূত্র : সিএনএন