চৈত্র মাসের প্রথম সকালেই দেশের বিভিন্ন এলাকায় এক পশলা বৃষ্টি জনমনে কিছুটা স্বস্তি এনেছে। তবে বজ্রপাতে দুই জেলায় প্রাণ গেছে ৪ জনের। এরমধ্যে শরীয়তপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আর কিশোরগঞ্জে মারা গেছেন একজন।

জানা যায়, বুধবার জাজিরা উপজেলার মাদবরকান্দি গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে শাকিল মোল্লা (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়। ভেগরগঞ্জে আনোয়ারা বেগম নামে এক নারী মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। এছাড়াও একই উপজেলার ছয়গাঁও ইউনিয়নে নাদিম মুন্সী (২৬) নামে এক ব্যক্তি বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে, কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে তৌহিদ মিয়া নামে এক ফার্নিচার মিস্ত্রির মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছে, আগামী ২২শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কাল বৈশাখী ঝড় ও বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।