করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভিন্ন দুটি টিকার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। নতুন এই টিকানীতি অনুসারে, যারা প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাকের টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। সোমবার (১২ জুলাই) এক সংবাদ সম্মেলনে থাই স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে এবং কোভিড-১৯ রোগ থেকে সুরক্ষার জন্যই এ ব্যবস্থা”।

এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা ও সিনোভ্যাক টিকার মিশ্রণ নিয়ে কোনও গবেষণা হয়নি। তবে অনেক দেশই ইতোমধ্যে টিকা গ্রহণের অংশ হিসেবে দুইটি ভিন্ন টিকার ডোজ প্রয়োগের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি বিপজ্জনক ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ও দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে তৃতীয় বুস্টার ডোজের কথা ভাবা হচ্ছে।

রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চীনের তৈরি সিনোভ্যাক টিকার দুই ডোজ নেওয়ার পরও থাইল্যান্ডের ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন নার্স মারা গেছেন এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে ৬ লাখ ৭৭ হাজার স্বাস্থ্যকর্মী সিনোভ্যাকের পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন অনুসারে, চিলিতে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে সিনোভ্যাকের কার্যকারিতার হার ৬৫.৯ শতাংশ এবং হাসপাতালে ভর্তি ঠেকাতে এটি ৮৭.৫ শতাংশ কার্যকর। মৃত্যু ঠেকানোর ক্ষেত্রে এটির কার্যকারিতা ৮৬.৩ শতাংশ।

থাইল্যান্ডে গত কয়েকদিন ধরে নতুন সংক্রমণ বাড়ছে। রবিবার রেকর্ড সংখ্যক ৯ হাজার ৪১৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আগের দিন ৯১ জন মৃত্যু হয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে সংগৃহীত তথ্য অনুসারে, মহামারি শুরুর পর এখন পর্যন্ত থাইল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার এবং মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার ৮০০ মানুষের।

টিকার ভিন্ন ডোজের মিশ্রণকে ‘বিপজ্জনক’ বলছে ডব্লিউএইচও

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভিন্ন ভিন্ন কোম্পানির টিকার ডোজ মিলিয়ে প্রয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান ‌টিকার ভিন্ন ডোজের মিশ্রণের ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

একই দিন থাইল্যান্ডে চীনের সিনোভ্যাক বায়োটেকের প্রথম ডোজ এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানানোর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিজ্ঞানী স্বাস্থ্যের ওপর মিশ্র ডোজের প্রভাবের ব্যাপারে খুব বেশি তথ্য না মেলায় এই সিদ্ধান্তকে ‌‘বিপজ্জনক প্রবণতা’ বলে মন্তব্য করেছেন।

এক অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেছেন, এটি কিছুটা বিপজ্জনক প্রবণতা। আমরা টিকার মিশ্রণ এবং মিলিয়ে প্রয়োগের ব্যাপারে এখনও প্রমাণবিহীন রয়েছি।

তিনি বলেন, নাগরিকরা কে, কখন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ডোজ গ্রহণ করবেন, সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া শুরু করলে দেশগুলোতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।

এদিকে, সোমবার গণটিকাদান নীতিতে পরিবর্তন এনে ভিন্ন দু’টি টিকার ডোজ মিলিয়ে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, দেশের মানুষকে চীনের সিনোভ্যাকের ভ্যাকসিনের এক ডোজ দেওয়ার পর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অপর একটি ডোজ দেওয়া হবে।

এই পরিকল্পনা বাস্তবায়ন হলে চীনের ভ্যাকসিনের সঙ্গে পশ্চিমা কোনও ভ্যাকসিনের মিশ্রিত ডোজ দেওয়ার ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হবে থাইল্যান্ড। করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরন মোকাবিলায় প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনুতিন চার্নভিরাকুল।

চীনের সিনোভ্যাকের ডোজ নেওয়ার পরও থাইল্যান্ডে ৬১৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে একজন নার্সের মৃত্যু হয়েছে, অপর একজন নার্স গুরুতর অসুস্থ। সিনোভ্যাকের ভ্যাকসিনের দুই ডোজের সুরক্ষার স্থায়ীত্ব নিয়ে থাইল্যান্ডের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের গোপন একটি নথি ফাঁস হয়ে যাওয়ার পর টিকার ডোজের মিশ্রণের সিদ্ধান্তের কথা জানায় দেশটি।