রাজনীতিতে বেশি বেশি নীতির কথা যারা বলে তারাই বেশি দুর্নীতি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস বিএনপিই সবচাইতে ভাল বুঝে। শহীদ মিনারে তারাই প্রথম রক্ত ঝরিয়েছে। যারা শহীদ মিনারে রক্ত ঝরিয়েছে, যারা এদেশে আগুন সন্ত্রাসের জন্ম দিয়েছে, তারাই আজ সন্ত্রাসের কথা বলে। রাজনীতিতে আদর্শবান লোকের প্রয়োজনীয়তাও তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।