বলিউড অভিনেতা রণবীর কাপুরকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বুধবার (৪ই অক্টোবর) মহাদেব অনলাইন বেটিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে ইডি, জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।
ইডি সূত্রের বরাদ দিয়ে সংবাদমাধ্যম জানায়, সাক্ষী হিসেবে রণবীর কাপুরের বয়ান রেকর্ড করবেন তারা। এজন্য আগামী ৬ই অক্টোবর ইডি অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলিউড এই অভিনেতাকে।
এক প্রতিবেদনে জানানো হয়, বেআইনি এই বেটিং প্ল্যাটফর্মের প্রচারের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন রণবীর। শুধু তিনিই নন, এই কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডির নজরে রয়েছেন একগুচ্ছ বলিউড অভিনেতা ও সঙ্গীতশিল্পী। আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে একে একে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
জানা গেছে, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরাতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারি মাসে সেই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক তারকা। সেইসময়ই ওই অ্যাপের সাক্সেস পার্টিও আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে ঠিক কী আর্থিক লেনদেন হয়েছিল সেই দিকটাও খতিয়ে দেখতে চায় ইডি।
আনুমানিক ৫ হাজার কোটি টাকার এই আর্থিক দুর্নীতির মামলার মূল কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত। সেখানেই মহাদেব অনলাইন বুকিং অ্যাপের হেডকোয়াটার। টাকা পাচারের জন্য বস্তিবাসীদের টাকার টোপ দিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কন্ট্রোল ওই অ্যাপের এজেন্টরা নিয়ে নিতেন, তদন্তে নেমে জানতে পেরেছে ইডি।
‘ভাড়ার অ্যাকাউন্ট’ থেকে কাস্টমারের টাকা পৌঁছে দেয়া হতো সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে। এভাবেই বেটিং অ্যাপকে ঢাল করে ভিলাইয়ের এক সামান্য ফলের রস বিক্রেতা সৌরভ চন্দ্রকার ফুলে ফেঁপে উঠেন। করোনার পরই সৌরভের এই কাণ্ড ডানা মেলে। এখন ইডির ওয়ান্টেড লিস্টে রয়েছেন সৌরভ ও তার সহযোগী রাজ গুপ্তা।
এদিকে দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোর পর এখনও কোনো মন্তব্য করেননি রণবীর।