বিদেশি রাষ্ট্রদূতরা অতিরিক্ত নিরাপত্তা নিতে চাইলে সেটি আবারও দেওয়া হবে। তবে এজন্য তাদের অর্থ পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি উথানের সময় চারটি দূতাবাসকে বিশেষ রোড প্রটেকশন দেওয়া হয় যেন তারা কোনো রকম অসুবিধায় না পড়ে। এখন সেই পরিস্থিতি নেই। তাই রোড প্রটেকশন তুলে নেওয়া হয়েছে। তারপরও কোনো রাষ্ট্রদূত যদি মনে করেন, তাদের রোড প্রটেকশন প্রয়োজন, তাহলে আনসার গার্ড প্রটেকশন রেজিমেন্ট তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে। দূতাবাস রোড প্রটেকশন নিতে চাইলে সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে।
এখন পর্যন্ত কোনো দূতাবাস আবেদন করেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, মাত্র আমরা এই সিদ্ধান্ত তাদের জানিয়েছি, তাদের প্রয়োজন হলে আমাদের জানাবে। প্রতিটি দূতাবাসে তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রটেকশন রয়েছে। যে চারটি দূতাবাসের কথা বলা হয়েছে তাদের গানম্যানও রয়েছে। শুধুমাত্র সড়কের প্রটেকশনটা তুলে নেওয়া হয়েছে।
মন্ত্রীদের প্রটেকশনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সড়কে মন্ত্রীদের প্রটেকশন কমাব না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে গার্ড রেজিমেন্ট তৈরি করেছি, সবাইকে সেই গার্ড রেজিমেন্টের সিকিউরিটিতে নিয়ে আসব। পর্যায়ক্রমে মন্ত্রী ও ভিআইপিদের আনসার গার্ড রেজিমেন্ট দেব।