ঢাকার বাতাসের মান আজ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে বায়ুদূষণে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার (২৯ শে ফেব্রুযারি) সকাল ৮টা ৫৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা সুচক অনুযায়ী স্কোর ৩১৩ নিয়ে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের এই মানকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয় যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এদিকে, ২২৫ ও ১৯৭ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুই শহর কলকাতা ও মুম্বাই। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও মিয়ানমারের ইয়াঙ্গুন। শহর দুটির বাতাসের স্কোর যথাক্রমে ১৯১ ও ১৭৩।
একিউএয়ারের সূচক থেকে আরও জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত এলাকা বুয়েট সেন্ট্রাল রোড। সেখানে বাতাসের একিউআই স্কোর ৫০৩।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।